যখন একটি শিশু একাধারে কানেও শোনে না, কথাও বলে না, তখন আমরা ধরে নিই, সে বধির ও মূক। কিন্তু বিষয়টি সবসময় এমন নয়। যেহেতু সে কানে শোনে না, তাই তার মস্তিষ্কে কোনো শব্দ এসে পৌঁছায় না। ফলে কোনো অর্থযুক্ত শব্দ সে উচ্চারণ করতে পারে না। যদি কোনোভাবে তার মস্তিষ্কে শব্দ পৌঁছানো যায়, তাহলে সে শুনতেও পারবে এবং একসময় সে অর্থযুক্ত শব্দের মাধ্যমে কথাও বলতে পারবে।